লাল, নীল, হলুদ বা নেইল পেইন্ট। সাজিয়ে গুছিয়ে রাখলে কত সুন্দর না দেখতে লাগে হাত গুলো। কিন্তু এই রঙ তুলে ফেললেই বেরিয়ে পড়ে নখের আসল রুপ। ঘোলাটে একটা রং সুন্দর হাতটাকে নষ্ট করে দেয়। তাহলে উপায় কি সারাক্ষণ হাতে নেইল পলিশ লাগিয়ে রাখা? একদমই তা নয়। তাহলে জেনে নিন সুন্দর নখ পাওয়ার কিছু সহজ টিপস।
টুথপেস্ট:
দাঁত ব্রাশ করার মতই ব্রাশ করতে হবে নখ। নেইল ব্রাশে টুথপেস্ট লাগিয়ে ঘষে ঘষে পরিষ্কার করুন নখ। কয়েক দিন এই পদ্ধতি চালিয়ে গেলেই পাওয়া যাবে ঝকঝকে নখ।
লেবু-বেসনের পেস্ট:
একটা পাত্রে বেশ কিছু লেবুর রস নিয়ে নিন। এরপর এর মধ্যে বেসন মিশিয়ে নিন। এই লেবুর রস আর বেসনের পেস্ট কিছু সময় নখের উপর লাগিয়ে রাখুন। তারপর একটি ব্রাশ দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলুন।
ডেন্টিউর ক্লিনার:
দাঁতের পাটি পরিষ্কার করার জন্য ওষুধের দোকানে এক ধরনের ট্যাবলেট কিনতে পাওয়া যায়। এই ট্যাবলেট গরম পানিতে মিশিয়ে সেই পানিতে মিনিট পাঁচেক ডুবিয়ে রাখুন আপনার নখ।
বেস কোট:
নখের সাদা ভাব ধরে রাখতে সবসময় নেল পলিশ লাগানোর আগে লাগানো দরকার বেস কোট। এতে নখ ভালো থাকে।
মশ্চারাইজার:
শীত হোক বা গ্রীষ্ম। হাত সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ধবধবে সাদা নখ পেতে রোজ নিয়ম করে লাগাতে হবে মশ্চারাইজার।